ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা Logo কামিন্দুর ফিফটিতে ১৩৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি লঙ্কানদের Logo বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩ Logo এই সময় -কে সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মির্জা ফখরুল-অনমিত্রের ছবি প্রকাশ Logo ডেঙ্গুতে আক্রান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি Logo জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ Logo বিএনপি ভারতমুখী হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব: নাসীরুদ্দীন Logo গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির Logo জামায়াতকে আর মাথায় উঠতে দেব না, ভারতীয় মিডিয়াকে মির্জা ফখরুল Logo নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াতের

বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩

রামগতি উপজেলায় বসতবাড়ি দখলের উদ্দেশ্যে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়ে কমলনগর করিতোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরসীতা গ্রামের ইসমাইল হাফেজের বাড়ির নুরুল আলম (আলমগীর) এর নতুন বাড়িতে।

আহতরা হলেন-আব্দুল মজিদ (৬০), আব্দুর শহিদ (৬৫) ও নুরুল আলম (আলমগীর)।

স্থানীয়দের অভিযোগ, রামগতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রাহাতের নেতৃত্বে একদল লোক রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে হামলা চালায়। এতে তিনজন আহত হন এবং বাড়ির ভেতরে ভাঙচুর চালিয়ে সম্পদ লুট করা হয়।

হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন স্থানীয় মুক্তার আহমেদ মাস্টার ও তাঁর স্ত্রী, নুরুল করিম চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রাহাত, তাঁর ছোট ভাই সাব্বির হোসেন, বড় ভাই মিলাদ হোসেন ফাহাদ, মোক্তার মাস্টারের ছেলে সালাম, ভাগিনা শরিফ, আরিফ ও রাকিব।

ভুক্তভোগী আলমগীরের ছোট ভাই মাহমুদুল হাসান বলেন, ‘রাতে হঠাৎ আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায়। প্রতিরোধ করার আগেই তারা ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং অনেক সম্পদ নিয়ে যায়। আমাদের তিনজন আহত হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ছাত্রদল নেতা রাহাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। নিজেদের বাড়িতে থেকেও আমরা নিরাপদ নই।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাহাতের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩

আপডেট সময় ১০:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

রামগতি উপজেলায় বসতবাড়ি দখলের উদ্দেশ্যে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়ে কমলনগর করিতোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরসীতা গ্রামের ইসমাইল হাফেজের বাড়ির নুরুল আলম (আলমগীর) এর নতুন বাড়িতে।

আহতরা হলেন-আব্দুল মজিদ (৬০), আব্দুর শহিদ (৬৫) ও নুরুল আলম (আলমগীর)।

স্থানীয়দের অভিযোগ, রামগতি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রাহাতের নেতৃত্বে একদল লোক রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বাড়িতে হামলা চালায়। এতে তিনজন আহত হন এবং বাড়ির ভেতরে ভাঙচুর চালিয়ে সম্পদ লুট করা হয়।

হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন স্থানীয় মুক্তার আহমেদ মাস্টার ও তাঁর স্ত্রী, নুরুল করিম চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রাহাত, তাঁর ছোট ভাই সাব্বির হোসেন, বড় ভাই মিলাদ হোসেন ফাহাদ, মোক্তার মাস্টারের ছেলে সালাম, ভাগিনা শরিফ, আরিফ ও রাকিব।

ভুক্তভোগী আলমগীরের ছোট ভাই মাহমুদুল হাসান বলেন, ‘রাতে হঠাৎ আমাদের বাড়ির বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালায়। প্রতিরোধ করার আগেই তারা ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং অনেক সম্পদ নিয়ে যায়। আমাদের তিনজন আহত হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ছাত্রদল নেতা রাহাত রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। নিজেদের বাড়িতে থেকেও আমরা নিরাপদ নই।’

ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাহাতের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।