পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের সামনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন সাবেক এই সমন্বয়ক।
এ সময় অনুষ্ঠানের শুরুতে তিনি বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শাসনের ফলে ২০২৪ সালে আপামর জনতার মাধ্যমে একটি আন্দোলন গড়ে ওঠে। সাংগঠনিক কারণে, দলীয় নির্দেশনা মোতাবেক আমি নিরপেক্ষ একটি আন্দোলন গড়ে তুলেছি, যার নেতৃত্বে ছিল একরামুল হক লিমন এবং মীর সানজিদ আলম প্রান্ত। উনারা দুজনেই আমাকে বেশ আন্তরিকভাবে সহযোগিতা করেন। শিক্ষা এবং প্রগতির ঝান্ডাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এর আগেও আমি প্রোগ্রাম করেছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ।’
এর আগে অনুষ্ঠানে সঞ্চালক এবং পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কেএম তরিকুল ইসলাম মঞ্জুরুল ইসলামের ছাত্রদলের যোগদানের ঘোষণা দেন। ঘোষণাকালে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম আমাদেরকে কথা দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পতাকাতলে একসাথে থেকে রাজনীতি করবে।’
উল্লেখ্য, ২০২৪ সালে ৫ আগস্টের পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের জন্য যে কয়েকজন সমন্বয়ক কাজ করেছেন মঞ্জুরুল ইসলাম তারই একজন। ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলে ঐ বছর ৩ নভেম্বর ছাত্রদল ক্যাম্পাসে কেন্দ্রীয় নেতাদের এনে প্রকাশ্যে দেন। ৪ নভেম্বর সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম সহ ছাত্রদলের কর্মসূচি পালনের ছাত্রদলের বিরুদ্ধে স্মারকলিপি দেন।