ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কেন্দ্রীয় সদস্য হওয়ার সাথে একাডেমিক সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত দেখালেন বাগেরহাটের সন্তান বেলাল হোসেন অপু খান। রাজনীতি ও সংগঠনের ব্যস্ততা সামলিয়েও তিনি স্নাতকোত্তর পর্যায়ে অর্জন করেছেন ৩.৮৮ (out of 4)।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকেও এমন একাডেমিক সাফল্য ঢাবির শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার নতুন গল্প হয়ে উঠেছে। সহপাঠীরা বলছেন,অপু প্রমাণ করেছেন, একাগ্রতা ও অধ্যাবসয় থাকলে রাজনীতি আর পড়াশোনা পাশাপাশি এগিয়ে নেওয়া সম্ভব।সম্প্রতি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবিরের প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন তিনি।
অথচ সাংগঠনিক চাপ ও রাজনৈতিক দায়িত্ব সামলিয়েও থেমে থাকেননি শিক্ষার অগ্রযাত্রায়।
নিজের অনুভূতি জানাতে গিয়ে অপু খান বলেন,আমার পরিবার ও শিক্ষকদের দোয়া, এবং আমাদের সংগঠনের পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা আমাকে এগিয়ে নিয়েছে। চেষ্টা করেছি দায়িত্বের পাশাপাশি একাডেমিক ফলাফলেও সেরা হতে।
তার এই অর্জনে পুরো বাগেরহাটে তৈরি হয়েছে আনন্দের ঢেউ। স্থানীয়দের মতে, এটা শুধু অপুর একা কিংবা তার পরিবারের সাফল্য নয়, বরং এটি পুরো জেলার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে ।