কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চিহ্নিত গরু চোর ও মাদক ব্যবসায়ী মানিক মজুমদার এখন হয়েছেন একই ওয়ার্ড যুবদলের সভাপতি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর কনকাপৈত ইউনিয়নের শাহাজাহানপুর থেকে গরু চুরির সময় মানিকসহ তিনজনকে গরু বোঝাই ট্রাকসহ আটক করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও যুবলীগের নেতৃত্ব দেন এবং আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় তৎপর ছিলেন।
২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর মানিক যুবদলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সম্প্রতি সভাপতি হন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক অপরাধীকে যুবদলে ঠাঁই দিয়ে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে।
মানিক মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।” তবে তিনি ডাক নাম ‘মানিক’ বলে স্বীকার করেন।
চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন বলেন, “মানিক এখন যুবদলের দায়িত্বে আছেন। আগে তিনি যুবলীগ করতেন কিনা আমি জানি না।”