বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম।
আটককৃতরা হলেন বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি গ্রামের মো. সালামের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের দরিকর হাওলাদার বাড়ির জাকির হোসেনের ছেলে সজীব হাওলাদার (৩৭), বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন অপু তালুকদার ও একই ওয়ার্ডের দক্ষিণ চহঠা এলাকার কাঞ্চন আলীর ছেলে মোহাম্মদ জাকির হোসেন।
এ বিষয়ে ওসি আল মামুন উল ইসলাম বলেন, আটককৃতরা ছাত্রলীগ নেতাকর্মী। সন্ধ্যার দিকে মহানগর ছাত্রলীগের ব্যানারে তারা নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে মশাল মিছিল বের করে ফিশারি রোডের মুখে পৌঁছলে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।