ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে Logo ডাকসু নির্বাচনে বল পেন ব্যবহারে ভোট নষ্ট হয়েছে -আবিদ Logo রাবিতে কর্মবিরতি উপেক্ষা করে গাছতলায় ক্লাস নিলেন অধ্যাপক মোর্শেদুল Logo নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা Logo রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১ Logo লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪ Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১

রাজধানীতে গতকাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টি পড়ে ঢাকায়। সেই সঙ্গে ছিল বজ্রপাত। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।

এদিকে রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থেকে একটি বেকারিতে কাজ করতেন।

আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলযোগে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বাইসাইকেল নিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। এরপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান আরও জানান, ওই সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‎ছাত্রদল নেতাকে মেরে ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১

আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে গতকাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টি পড়ে ঢাকায়। সেই সঙ্গে ছিল বজ্রপাত। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।

এদিকে রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। বর্তমানে হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থেকে একটি বেকারিতে কাজ করতেন।

আমিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলযোগে আমিন নামের ওই যুবক নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বাইসাইকেল নিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পেরে কয়েকজনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে আনি। এরপর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান আরও জানান, ওই সড়কে বিদ্যুতের খুঁটি রয়েছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরা বাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানিয়েছেন, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।