ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪ Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের Logo সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ Logo হাসিনার সাবেক সামরিক সচিক মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে গেলেন প্রধান উপদেষ্টা Logo আজ টিভিতে ব্যালন ডি’অর অনুষ্ঠান যা দেখবেন Logo ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এছাড়াও ফোরামের পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

এদিন রাত ৮টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা কিংবা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত সিন্ডিকেটে বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।

আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চলতি বছরের ২ জানুয়ারি সেই কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তারপর থেকেই পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর সবশেষ গত ১৭ সেপ্টেম্বর এক চিঠিতে ১৮ তারিখের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। তারই প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে এক জরুরি একাডেমিক কমিটির সভা ডাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এর বিরুদ্ধে ফের টানা আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

আপডেট সময় ০৮:১৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এছাড়াও ফোরামের পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

এদিন রাত ৮টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা কিংবা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত সিন্ডিকেটে বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।

আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চলতি বছরের ২ জানুয়ারি সেই কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তারপর থেকেই পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর সবশেষ গত ১৭ সেপ্টেম্বর এক চিঠিতে ১৮ তারিখের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। তারই প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে এক জরুরি একাডেমিক কমিটির সভা ডাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এর বিরুদ্ধে ফের টানা আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।