চট্টগ্রামের আনোয়ারা আসনের সাবেক সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকায় জাবেদ পরিবারের পারিবারিক গাড়ি চালক ইলিয়াসের বাড়ি থেকে এসব নথি জব্দ করা হয়।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বিপুল পরিমাণ নথি জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিদেশে অর্থ পাচারে সংশ্লিষ্ট আব্দুল আজিজ ও উৎপল পাল নামক দুই ঘনিষ্ট সহযোগীকে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে থাকা এই আসামিরা জানায়, জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচার সংশ্লিষ্ট বিভিন্ন গরুত্বপূর্ণ নথি সরিয়ে জাবেদের স্ত্রী রুখমিলা জামানের ড্রাইভারের বাড়িতে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ রবিবার ভোরে রুকমিলা জামানের কর্ণফুলী থানা এলাকার বাড়িতে অভিযান চালায় দুদক।
অভিযানে ড্রাইভার ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। এসব নথির মধ্যে জাবেদের বিদেশে অর্থ পাচার, বিভিন্ন বিল পরিশোধ, দেশে-বিদেশে সম্পদ, ভাড়া আদায়সহ নানা গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে দুদক জানিয়েছে।