ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে সমাজ গঠনের প্রত্যয় নিয়ে পাবনায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে পাবনা সাংস্কৃতিক সংসদ, পাবনা পৌর শাখা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পাবনা শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাবনা সাংস্কৃতিক সংসদ পৌর শাখার সভাপতি মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা, জেলা জামায়াতের নায়েবে আমীর, আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদ ও পাবনা সদর ৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

রুহুল আমীন রিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইদ্রিস আলম, বিশিষ্ট কলামিস্ট ডা. ইদ্রিস আলম, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, রফিকুল ইসলাম, মঞ্জিল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য দিকনির্দেশনা। তিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, বরং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। আজকের প্রজন্ম যদি সীরাত থেকে শিক্ষা গ্রহণ করে, তবে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

ড. কামরুল হাসান বলেন সীরাতুনবী (সা.) পালনের মূল উদ্দেশ্য হলো তাঁর শিক্ষাকে আমাদের জীবনে প্রতিফলিত করা। আমরা যদি সত্যিকার অর্থে রাসূল (সা.)-এর আদর্শে জীবন পরিচালনা করি, তবে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন নবী করীম (সা.)-এর দয়া, সহনশীলতা, সততা ও ন্যায়নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সীরাত শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে তা অনুসরণ করতে হবে।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত ও সীরাত বিষয়ক কবিতা আবৃত্তি পরিবেশন করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

জনপ্রিয় সংবাদ

পাবনায় বাসা থেকে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে সমাজ গঠনের প্রত্যয় নিয়ে পাবনায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে পাবনা সাংস্কৃতিক সংসদ, পাবনা পৌর শাখা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পাবনা শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাবনা সাংস্কৃতিক সংসদ পৌর শাখার সভাপতি মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা, জেলা জামায়াতের নায়েবে আমীর, আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদ ও পাবনা সদর ৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

রুহুল আমীন রিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইদ্রিস আলম, বিশিষ্ট কলামিস্ট ডা. ইদ্রিস আলম, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, রফিকুল ইসলাম, মঞ্জিল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য দিকনির্দেশনা। তিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, বরং সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। আজকের প্রজন্ম যদি সীরাত থেকে শিক্ষা গ্রহণ করে, তবে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

ড. কামরুল হাসান বলেন সীরাতুনবী (সা.) পালনের মূল উদ্দেশ্য হলো তাঁর শিক্ষাকে আমাদের জীবনে প্রতিফলিত করা। আমরা যদি সত্যিকার অর্থে রাসূল (সা.)-এর আদর্শে জীবন পরিচালনা করি, তবে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।

তিনি আরো বলেন নবী করীম (সা.)-এর দয়া, সহনশীলতা, সততা ও ন্যায়নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সীরাত শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে তা অনুসরণ করতে হবে।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত ও সীরাত বিষয়ক কবিতা আবৃত্তি পরিবেশন করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।