ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিরোধী দলে যেতে হবে বিএনপিকে’ Logo ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চায় কোম্পানিগুলো Logo লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত রাখা ৩০ টন ইউরিয়া সার জব্দ Logo ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চায় কোম্পানিগুলো Logo গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা Logo ইসরায়েল থেকে অত্যাধুনিক ‘হেরনে ট্যাঙ্ক’ ড্রোন কিনছে ভারত Logo প্যানেলে যায়গা হয়নি, স্বতন্ত্র দাড়িয়েছেন গণঅভ্যুত্থানের সম্মুখ নেতা ছাত্রদলের মামুন Logo বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক Logo সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি Logo চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে

গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা

ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা সহ গণমানুষের অধিকার আদায়ে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরে আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রবীণ সমাজসেবী আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিনে রায়হান। আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ নর-নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সেলিম উদ্দিন বলেন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে আল্লাহর হক্ব আদায়ের পাশাপাশি মানুষের তথা সৃষ্টির হক্বও যথাযথভাবে আদায় করতে হবে। আর জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য হলো আর্ত-মানবতার কল্যাণ ও সমাজে সার্বিক শান্তি প্রতিষ্ঠা। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। তাই মানুষের সকলসমস্যার সমাধানের জন্য আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সে কল্যাণকামীতার ধারাবাহিকতায় আজ আমরা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা উল্লেখ করে বলেন, গণমানুষের ন্যায্য অধিকার আদায় ও সার্বিক সমস্যা সমাধানে জামায়াত সব সময়ই আপোষহীন। আমরা এদেশের মানুষের জীবনের মানোন্নয়নের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে জনগণ যদি জামায়াতের হাতে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করে, তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই আমরা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে দাঁড়ি পাল্লায় প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। মূলত, পতিত স্বৈরাচার প্রায় ১৬ বছরের অপশান-দুঃশাসনে রাষ্ট্রের সকল অবকাঠোমোকে পরিকল্পিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমনের জন্য গত বছরের জুলাই আগস্টে ব্যাপক গণহত্যা চালানো হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলো যে রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এসব বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই এ দাবি এখন রীতিমত গণদাবিতে পরিণত হয়েছে। তিনি গণদাবি আদায়ের লক্ষ্যে জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জনপ্রিয় সংবাদ

‘জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিরোধী দলে যেতে হবে বিএনপিকে’

গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা

আপডেট সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা সহ গণমানুষের অধিকার আদায়ে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরে আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রবীণ সমাজসেবী আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিনে রায়হান। আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ নর-নারীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সেলিম উদ্দিন বলেন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে আল্লাহর হক্ব আদায়ের পাশাপাশি মানুষের তথা সৃষ্টির হক্বও যথাযথভাবে আদায় করতে হবে। আর জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য হলো আর্ত-মানবতার কল্যাণ ও সমাজে সার্বিক শান্তি প্রতিষ্ঠা। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। তাই মানুষের সকলসমস্যার সমাধানের জন্য আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সে কল্যাণকামীতার ধারাবাহিকতায় আজ আমরা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা উল্লেখ করে বলেন, গণমানুষের ন্যায্য অধিকার আদায় ও সার্বিক সমস্যা সমাধানে জামায়াত সব সময়ই আপোষহীন। আমরা এদেশের মানুষের জীবনের মানোন্নয়নের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে জনগণ যদি জামায়াতের হাতে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করে, তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই আমরা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে দাঁড়ি পাল্লায় প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। মূলত, পতিত স্বৈরাচার প্রায় ১৬ বছরের অপশান-দুঃশাসনে রাষ্ট্রের সকল অবকাঠোমোকে পরিকল্পিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমনের জন্য গত বছরের জুলাই আগস্টে ব্যাপক গণহত্যা চালানো হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলো যে রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এসব বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই এ দাবি এখন রীতিমত গণদাবিতে পরিণত হয়েছে। তিনি গণদাবি আদায়ের লক্ষ্যে জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।