ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি Logo চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে Logo স্টেডিয়ামে ফুটবল ম্যাচ নিয়ে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ Logo রাকসু নির্বাচন: কোন হলের ভোটারা কোন কেন্দ্রে ভোট দেবেন? Logo কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়ে আ.লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস বিএনপি নেতার Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে- ড. ইফতেখারুজ্জামান Logo পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল,নিহত ২ Logo ৮০ টাকার নিচে কোনও সবজি নেই ,বেড়েছে ডিমের দাম Logo উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক মানুষ

চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে

চাঁদে যাওয়ার সুযোগ না থাকলেও নিজের নাম পাঠানো যাবে চাঁদে। এ জন্য কোনও টাকাও খরচ করতে হবে না। চাঁদে নিজের নাম পৌঁছে দেওয়ার সুযোগ এনে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের কক্ষপথে তাদের পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস–২ মিশনে একটি বিশেষ চিপে ডিজিটাল আকারে সংরক্ষিত হয়ে আপনার নাম যাবে। যদিও সরাসরি চাঁদে অবতরণের সুযোগ নেই তবে মহাকাশযানের মাধ্যমে চাঁদের একেবারে কাছাকাছি নাম পৌঁছানো যাবে।

আর্টেমিস–২ মিশন
২০২৬ সালের শুরুতেই চার নভোচারীকে নিয়ে আর্টেমিস–২ মহাকাশযান যাত্রা করবে চাঁদের উদ্দেশে। তবে এই যানে চাঁদের মাটিতে নামা হবে না। মহাকাশযানটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনকে ভবিষ্যতের আর্টেমিস–৩ অবতরণ অভিযানের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। আর্টেমিস–৩–তেই নভোচারীরা প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে নামবেন।

যেভাবে নাম পাঠাবেন?

এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে (https://www3.nasa.gov/send-your-name-with-artemis/) গিয়ে নাম ও পিন কোড লিখে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে এবং নাম সংরক্ষিত হবে নাসার ডেটাবেসে। পরে মহাকাশযান ওরিয়ন–এ থাকা একটি এসডি কার্ডে সব নাম সংরক্ষণ করে চাঁদের পথে পাঠানো হবে।

চাঁদেই থেমে নেই নাসার স্বপ্ন। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানব মিশন পরিচালনা। এরই প্রস্তুতিতে পৃথিবীতেই তৈরি করা হয়েছে কৃত্রিম ‘মঙ্গল’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি

চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে

আপডেট সময় ০৩:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

চাঁদে যাওয়ার সুযোগ না থাকলেও নিজের নাম পাঠানো যাবে চাঁদে। এ জন্য কোনও টাকাও খরচ করতে হবে না। চাঁদে নিজের নাম পৌঁছে দেওয়ার সুযোগ এনে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের কক্ষপথে তাদের পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস–২ মিশনে একটি বিশেষ চিপে ডিজিটাল আকারে সংরক্ষিত হয়ে আপনার নাম যাবে। যদিও সরাসরি চাঁদে অবতরণের সুযোগ নেই তবে মহাকাশযানের মাধ্যমে চাঁদের একেবারে কাছাকাছি নাম পৌঁছানো যাবে।

আর্টেমিস–২ মিশন
২০২৬ সালের শুরুতেই চার নভোচারীকে নিয়ে আর্টেমিস–২ মহাকাশযান যাত্রা করবে চাঁদের উদ্দেশে। তবে এই যানে চাঁদের মাটিতে নামা হবে না। মহাকাশযানটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনকে ভবিষ্যতের আর্টেমিস–৩ অবতরণ অভিযানের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। আর্টেমিস–৩–তেই নভোচারীরা প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে নামবেন।

যেভাবে নাম পাঠাবেন?

এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে (https://www3.nasa.gov/send-your-name-with-artemis/) গিয়ে নাম ও পিন কোড লিখে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে এবং নাম সংরক্ষিত হবে নাসার ডেটাবেসে। পরে মহাকাশযান ওরিয়ন–এ থাকা একটি এসডি কার্ডে সব নাম সংরক্ষণ করে চাঁদের পথে পাঠানো হবে।

চাঁদেই থেমে নেই নাসার স্বপ্ন। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানব মিশন পরিচালনা। এরই প্রস্তুতিতে পৃথিবীতেই তৈরি করা হয়েছে কৃত্রিম ‘মঙ্গল’।