টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় পানির তোড়ে ভেঁসে যায় দু’জন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয়রা।
স্থানীয়রা বলছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে ডুবে যায় হুমায়ুন (১২) নামে এক কিশোর। পরে ডুবুরিদল গতরাত ৮টার দিকে ডুবে যাওয়া স্থানের প্রায় ৫০০ মিটার দূরে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে, পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে নিখোঁজ ডাকাবর এলাকার যুবক ইসমাইলেরর মরদেহ শুক্রবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড বলছে, চেল্লাখালি নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত অন্যান্য নদ নদীর পানিও নামতে শুরু করেছে। এদিকে, তলিয়ে যাওয়া বেশ কিছু এলাকা পানিবন্দি রয়েছে।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী চেল্লাখালি, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি হ্রাস পাচ্ছে অন্যদিকে ভোগাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।