ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনে ভারতে ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 77

সরবরাহ সীমিত থাকলেও ভারতের বাজারে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। গত দুই দিনে ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে মঙ্গলবার রাতে রপ্তানি হয়েছে ৩৭.৪৬ মেট্রিকটন, এবং বৃহস্পতিবার রপ্তানি হয়েছে ১৮.৭৯ মেট্রিকটন।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, প্রতিটি চালান রপ্তানির আগে ইলিশের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে তা আন্তর্জাতিক মান অনুযায়ী হয়। তিনি বলেন, “আমরা নিশ্চিত করেছি প্রতিটি ইলিশ রোগমুক্ত, স্বাস্থ্যসম্মত এবং রপ্তানিযোগ্য মানের। পরিমাণে কম হলেও গুণগত মানে কোনও ছাড় দেওয়া হচ্ছে না।”

চলতি বছরে বাংলাদেশ সরকার ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যদিও গত বছর অনুমতি ছিল ৩,৯৫০ মেট্রিকটন, কিন্তু বাস্তবে রপ্তানি হয় মাত্র ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই রপ্তানি হয়েছিল ৫৩২.৩ মেট্রিকটন ইলিশ।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ–এর ব্যবস্থাপক রেজাউল করিম জানান, “দুর্গাপূজা ও অন্যান্য উৎসব সামনে থাকায় ভারতে ইলিশের চাহিদা অনেক বেশি। তবে স্থানীয় জেলেদের কাছ থেকে সরবরাহ কিছুটা কম থাকায় আমরা চাহিদা অনুযায়ী ইলিশ দিতে হিমশিম খাচ্ছি। তারপরও চেষ্টা করছি নিয়মিত রপ্তানি বজায় রাখতে।”

তিনি আরও বলেন, “সরবরাহ কিছুটা সীমিত হলেও ভারতীয় বাজারে বাংলাদেশের ইলিশের জনপ্রিয়তা অনেক। তাই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট

দুই দিনে ভারতে ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি

আপডেট সময় ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সরবরাহ সীমিত থাকলেও ভারতের বাজারে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। গত দুই দিনে ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে মঙ্গলবার রাতে রপ্তানি হয়েছে ৩৭.৪৬ মেট্রিকটন, এবং বৃহস্পতিবার রপ্তানি হয়েছে ১৮.৭৯ মেট্রিকটন।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, প্রতিটি চালান রপ্তানির আগে ইলিশের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে তা আন্তর্জাতিক মান অনুযায়ী হয়। তিনি বলেন, “আমরা নিশ্চিত করেছি প্রতিটি ইলিশ রোগমুক্ত, স্বাস্থ্যসম্মত এবং রপ্তানিযোগ্য মানের। পরিমাণে কম হলেও গুণগত মানে কোনও ছাড় দেওয়া হচ্ছে না।”

চলতি বছরে বাংলাদেশ সরকার ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। যদিও গত বছর অনুমতি ছিল ৩,৯৫০ মেট্রিকটন, কিন্তু বাস্তবে রপ্তানি হয় মাত্র ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই রপ্তানি হয়েছিল ৫৩২.৩ মেট্রিকটন ইলিশ।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ–এর ব্যবস্থাপক রেজাউল করিম জানান, “দুর্গাপূজা ও অন্যান্য উৎসব সামনে থাকায় ভারতে ইলিশের চাহিদা অনেক বেশি। তবে স্থানীয় জেলেদের কাছ থেকে সরবরাহ কিছুটা কম থাকায় আমরা চাহিদা অনুযায়ী ইলিশ দিতে হিমশিম খাচ্ছি। তারপরও চেষ্টা করছি নিয়মিত রপ্তানি বজায় রাখতে।”

তিনি আরও বলেন, “সরবরাহ কিছুটা সীমিত হলেও ভারতীয় বাজারে বাংলাদেশের ইলিশের জনপ্রিয়তা অনেক। তাই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।