রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি
• সকাল ১১টা : ফরেন সার্ভিস একাডেমিতে “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
• বিকাল ৩টা ৩০ মিনিট : রমনা কালিমন্দির পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিএনপির কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট : ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্য।
• বিকাল ৪টা ৩০ মিনিট : রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল।
গণসমাবেশ
• বিকাল ৪টা : আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার সম্মুখে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৭ আসনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।
গণ অধিকার পরিষদের কর্মসূচি
• বিকাল ৪টা ৩০ মিনিট : জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক নুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।