মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বকুল দেবনাথকে নতুন ঘর নির্মাণ সামগ্রী দিয়েছেন সাবেক জেলা জামায়াত আমীর ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল মান্নান পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য টিনসহ প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন এবং কাজ শুরু করার নির্দেশ দেন। এ সময় প্রায় ৬৫ হাজার টাকার টিন ও অন্যান্য সামগ্রী দেয়া হয়।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বকুল দেবনাথের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান। তিনি প্রথমে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর তিনি ঘোষণা দেন যে তিনি পরিবারটিকে একটি নতুন ঘর নির্মাণ করে দেবেন। তার এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনসাধারণ ব্যাপকভাবে স্বাগত জানায়।
এ সময় আব্দুল মান্নান বলেন, “মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিবারটি তাদের সবকিছু হারিয়েছিল, তাই তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল।”
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।