ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জেরে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় রেলগেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি উত্থাপন করেছে। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র মারাত্মকভাবে সংকুচিত হবে, বেকারত্ব বাড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম থমকে যাবে। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারদের উত্থাপিত তিন দফা দাবি একটি অপরটির সাথে সাংঘর্ষিক।

কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচিতে উপস্থিত থেকে তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফার একটি দাবিও যদি কার্যকর করা হয় তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা আরও জানান, ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের চলমান দ্বন্দ্ব নিরসনে গঠিত ৬৪ সদস্যের কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাখা হয়েছে মাত্র ১৬ জন। তাদের মতে, এটি চরম বৈষম্যের উদাহরণ, যা অবিলম্বে সংশোধন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা দাবি করেন, প্রকৌশল খাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের মধ্যে সমন্বয় ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তা না হলে দেশের শিল্প ও অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

 

জনপ্রিয় সংবাদ

জাবির সহকারী প্রক্টরকে সম্মাননা জানালো Traditional She

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০২:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী: ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের জেরে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় রেলগেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি উত্থাপন করেছে। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র মারাত্মকভাবে সংকুচিত হবে, বেকারত্ব বাড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম থমকে যাবে। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারদের উত্থাপিত তিন দফা দাবি একটি অপরটির সাথে সাংঘর্ষিক।

কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচিতে উপস্থিত থেকে তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফার একটি দাবিও যদি কার্যকর করা হয় তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা আরও জানান, ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের চলমান দ্বন্দ্ব নিরসনে গঠিত ৬৪ সদস্যের কমিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাখা হয়েছে মাত্র ১৬ জন। তাদের মতে, এটি চরম বৈষম্যের উদাহরণ, যা অবিলম্বে সংশোধন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা দাবি করেন, প্রকৌশল খাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের মধ্যে সমন্বয় ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তা না হলে দেশের শিল্প ও অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।