ঢাকার সাভারে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত যুবকের নাম মো. আশরাফ (১৮)। তিনি মৃত আব্দুস সাত্তার ও মৃত আসমার ছেলে।
শনিবার দুপুরে সাভার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ এক পথচারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। পরে ডিবি পুলিশের সহায়তায় ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা গুলিস্তান, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।