জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ অর্থাৎ ‘শনিবার বিকেল’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে সিনেমা হলে নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
উল্লেখ্য যে, প্রায় চার বছর সেন্সরে আটকে আছে সিনেমাটি। এখনও মেলেনি হলে প্রদর্শনের ছাড়পত্র। আগামীকাল ২৪ নভেম্বর থেকে দর্শক সিনেমাটি ভারতের সনি লিভ নামে ওটিটি প্ল্যাটফর্মে শনিবার বিকেল দেখতে পাবেন। ইতোমধ্যে প্ল্যাটফর্ম থেকে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে।
নির্মাতা ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, নাদের চৌধুরী, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ।
সিনেমাটির শুটিং কেবল এক শটে ধারণ করা হয়েছে। এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। এ দিকে আগামী ৩০ নভেম্বর দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ফারুকী নির্মিত ও অভিনীত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।