বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি থাকাবস্থায়ই মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন সোহেল রানা নামে এক ছাত্রদল নেতা।
গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিবচরের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হিসেবে রাখা হয়েছে শাহাদাত হোসেন (শাহাদাত কমিশনার)-কে। যুগ্ম আহবায়ক করা হয়েছে- বেগম নাদিরা চৌধুরী, জহের গোমস্তা, শাজাহান মোল্লা সাজু, জনাব মোতাহার হোসেন হাওলাদার এবং মোঃ শহিদুল ইসলাম দিপুকে। অন্য সদস্যরা হলেন- নূরউদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর শহীদ চেয়ারম্যান, মোঃ সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা খা), মোঃ ইথু চৌধুরী, শামীম চৌধুরী এবং আব্দুল হান্নান মিয়া।
অন্যদিকে, সোহেল রানার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়- তিনি বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের (রাকিব-নাছির কমিটি) সহ-সভাপতি হিসেবে রয়েছেন। তবে জানা গেছে, ছাত্রদলের দায়িত্ব বা সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার পর নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার প্রচলন রয়েছে। কিন্তু তিনি ছাত্রদলে থাকাবস্থায়ই বিএনপিতে যোগ দিয়েছেন।