ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয়নি ছাত্রদল

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নিলেও ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি।

আজ রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা জানায়, বিএম কলেজ একসময় রাজনীতিবিদ তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। এ কলেজ থেকে অসংখ্য ছাত্রনেতা দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।অথচ দীর্ঘ দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারেনি প্রশাসন। যে কারণে এখান থেকে কোনো নেতৃত্ব তৈরি হয়নি। এ ছাড়া নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম নেই, তাই দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০০২ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী অংশ নেয়। নির্বাচনে চার দলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়।

জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অস্ত্রসহ গ্রেফতার,দলীয় পদ থেকে বহিষ্কার

বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয়নি ছাত্রদল

আপডেট সময় ০৬:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নিলেও ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি।

আজ রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা জানায়, বিএম কলেজ একসময় রাজনীতিবিদ তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। এ কলেজ থেকে অসংখ্য ছাত্রনেতা দেশের রাজনীতিতে অবদান রেখে চলেছেন।অথচ দীর্ঘ দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও কলেজটিতে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারেনি প্রশাসন। যে কারণে এখান থেকে কোনো নেতৃত্ব তৈরি হয়নি। এ ছাড়া নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম নেই, তাই দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০০২ সালে সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী অংশ নেয়। নির্বাচনে চার দলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ বিজয়ী হয়।