ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • 314

বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

বিএনপিকে ইঙ্গিত করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, দলটি যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর এসব কথা বলেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে মন্তব্য করে ইসি আনিছুর রহমান বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এটা কারও কাম্য নয়। এ সময় আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। কয়েক দিন আগে বিএনপি প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছিলেন, বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের কথা বিবেচনা করবে নির্বাচন কমিশন।

রাশেদা সুলতানার বক্তব্যের প্রসঙ্গ টেনে কোনো দলের নাম উল্লেখ না করে আনিছুর রহমান বলেন, ‘দুই দিন আগেও আমাদের এক কমিশনার (রাশেদা সুলতানা) একটি দলের নাম নিয়ে বলেছেন। যদি তারা নির্বাচনে আসে সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। নির্বাচনের তফসিল পেছাতে জাতীয় পার্টির দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি।

যদি আনুষ্ঠানিকভাবে আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখব। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৪৪টি রাজনৈতিক দল রয়েছে জানিয়ে আনিছুর আরো বলেন, ‘শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি। যখন অধিকাংশ দল নির্বাচন করে, তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, যাদের রেজিস্টার্ড আছে তারা সবাই অংশগ্রহণ করুক। এটাই আমরা চাই।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

আপডেট সময় ০৮:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

বিএনপিকে ইঙ্গিত করে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, দলটি যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর এসব কথা বলেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যথা সময়ে নির্বাচন হয়ে যাবে মন্তব্য করে ইসি আনিছুর রহমান বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এটা কারও কাম্য নয়। এ সময় আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। কয়েক দিন আগে বিএনপি প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছিলেন, বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের কথা বিবেচনা করবে নির্বাচন কমিশন।

রাশেদা সুলতানার বক্তব্যের প্রসঙ্গ টেনে কোনো দলের নাম উল্লেখ না করে আনিছুর রহমান বলেন, ‘দুই দিন আগেও আমাদের এক কমিশনার (রাশেদা সুলতানা) একটি দলের নাম নিয়ে বলেছেন। যদি তারা নির্বাচনে আসে সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। নির্বাচনের তফসিল পেছাতে জাতীয় পার্টির দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি।

যদি আনুষ্ঠানিকভাবে আসে এবং যৌক্তিক কোনো কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখব। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৪৪টি রাজনৈতিক দল রয়েছে জানিয়ে আনিছুর আরো বলেন, ‘শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি। যখন অধিকাংশ দল নির্বাচন করে, তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, যাদের রেজিস্টার্ড আছে তারা সবাই অংশগ্রহণ করুক। এটাই আমরা চাই।