সম্প্রতি শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ এশিয়া কাপে অংশ নিচ্ছে। দলে রয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মতো তরুণ বিস্ফোরক ওপেনার। মিডল অর্ডারে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী ঝড় তুলতে প্রস্তুত। অধিনায়ক লিটন দাসও নেদারল্যান্ডস সিরিজে দুটি ফিফটি করে ফর্মে আছেন।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষকে টপকে সুপার ফোরে ওঠা বাংলাদেশের জন্য কঠিন হবে—এমনটাই তাদের ধারণা। তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক।
শোয়েব মালিক পাকিস্তানের এক গণমাধ্যমে বলেন, “ব্যাটিংয়ে ধারাবাহিকতাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। তারা মাঝেমধ্যে ভালো খেলে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারে না। ২০ বা ২৫ রানে আউট হলে হবে না, ইনিংসকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে। বড় ইনিংস খেলতে পারলে বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে। আমার মতে, এমনটা হলে তারা সুপার ফোরে উঠতে পারবে।”
বিপিএলে খেলার সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে মালিক আরও বলেন, “একটি শক্তিশালী একাদশ তৈরির সব সামর্থ্যই বাংলাদেশের আছে। পাঁচ-ছয় ব্যাটার, দুই অলরাউন্ডার, একজন স্পিনার ও একজন পেসার—এভাবেই ভালো দল তৈরি হয়। বাংলাদেশের মধ্যে এসব উপাদান আছে। সাইফউদ্দিন দারুণ অলরাউন্ডার, ইয়র্কার করতে পারে এবং নিচে নামলে ব্যাটও চালাতে পারে। লেগ স্পিনার রিশাদও ব্যাটিংয়ে কার্যকর।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বৃহস্পতিবার ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে নেট রানরেট দাঁড়িয়েছে +১.০০১। আগামীকাল আবুধাবিতেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে লঙ্কানরা খেলবে তাদের প্রথম ম্যাচ।