জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই ঘোষণার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই,শুক্রবারের মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন।’
ভোট গণনায় ওএমআর বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘অযৌক্তিক ও অমানবিক’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী কর্মকাণ্ড, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।’
কিছু শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনের পরিস্থিতি জটিল করার অভিযোগ এনে এই জিএস প্রার্থী বলেছেন, ‘এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।
এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।