ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল Logo মুন্সিগঞ্জে কার্টুন খুলে মিললো নবজাতকের মরদেহ Logo গাজীপুরে ব্যবসায়ীকে আটকের পর র‌্যাবের গাড়ি আটকে বিক্ষোভ Logo ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে Logo সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ Logo ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ Logo নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাথরুমে যাওয়া নিয়ে মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমে আগে-পরে যাওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। মারামারিতে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মারামারির ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমন খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন, আহত ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে আগে যেতে চাইলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ইমনের নাক ফাটিয়ে দেন বাবর। ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ইমন বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী যিনি আগে বাথরুমের গেটে আসবেন, তিনিই আগে যাবেন। কিন্তু সিনিয়র এক ভাই আমার পরে গেটে এসে আমার আগেই বাথরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। এটা নিয়ে আমি কথা বললে তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী বলেছেন, মারামারির বিষয়ে শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা জরুরি। ঘটনাটি বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিজয় মিছিলে ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী মায়েদের ছবি ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাথরুমে যাওয়া নিয়ে মারামারি

আপডেট সময় ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের (সেন্ট্রাল লাইব্রেরি) বাথরুমে আগে-পরে যাওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। মারামারিতে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মারামারির ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমন খান ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন, আহত ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে আগে যেতে চাইলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। ওই সময় ইমনের নাক ফাটিয়ে দেন বাবর। ইমনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ইমন বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী যিনি আগে বাথরুমের গেটে আসবেন, তিনিই আগে যাবেন। কিন্তু সিনিয়র এক ভাই আমার পরে গেটে এসে আমার আগেই বাথরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন। এটা নিয়ে আমি কথা বললে তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বাবরের বক্তব্য পাওয়া যায়নি।

এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সী বলেছেন, মারামারির বিষয়ে শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা জরুরি। ঘটনাটি বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।