পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই বলে মন্তব্য করেন জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। বৃহস্পতিবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
জিতু বলেন, পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই। ছাত্রদলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না। ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনি পরিবেশ ব্যাহত করছে।
তিনি আরো বলেন, জাকসু নির্বাচনে ভোট বর্জন ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত। জয় পরাজয় যাইহোক আমরা মেনে নেব।
এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।