ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থী, উপাচার্য এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আমি আশা করি, নবনির্বাচিত প্রতিনিধিরা এ প্রতিষ্ঠানকে আরও গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করবেন।
মাহফুজ আলম বলেছেন, ‘ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন! ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক, রাজনৈতিকভাবে সচেতন-সক্রিয় এবং জনগণের প্রতি দায়বদ্ধ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সব প্রার্থী একযোগে কাজ করবেন বলে আশা রাখি। একটি ভালো নির্বাচন উপহার দেয়ায় ভিসি স্যার ও উনার টিমকে অশেষ ধন্যবাদ।’
এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলব, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে।’