ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি ভোটকেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন ৭০০ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে ভোট কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে ভোট শুরুর আগেই কেন্দ্রে লাইনে দাঁড়ান।
এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে অনুষ্ঠিত হচ্ছে হল সংসদ নির্বাচন, যেখানে ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটারকে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও নিজ নিজ হল সংসদের ১৩টি মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দিতে হবে।
ভোটগ্রহণ চলছে ৮টি কেন্দ্রে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন জানিয়েছেন, নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে বুথ সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে।
এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৯৬ জন সদস্য, সোয়াট, ডগ স্কোয়াড, স্পেশাল টিম ও ডিবি মোতায়েন রয়েছে।