ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কর্মকর্তা ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নকল পরিচয়পত্র ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবকের নাম জানা যায়নি।
রাতে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, একজনকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই চলছে সে আদৌ ঢাবি শিক্ষার্থী কিনা।