ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসু নির্বাচন ঘিরে টিএসসিতে বাড়ছে উত্তেজনা Logo কাতারে ইসরায়েলের ভয়াবহ হামলা Logo ছাত্রদলকে ছাত্রলীগ না হ‌ওয়ার অনুরোধ ফরহাদের Logo এবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা Logo ‘জিততে না পারলে ডাকসু বানচাল করলে আপনার রাজনীতির কবর রচিত হবে’ Logo নেপালে প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্ট চন্দ্র পাউডেলের পদত্যাগ Logo টেবিল চাপড়ে উপাচার্য কে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ Logo ‘ভোটের ফলাফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে’ Logo ‘শিক্ষার্থীদের সম্মান দেখিয়ে সবকিছু সহ্য করছি, তবে অন্যায় হলে অবশ্যই ব্যবস্থা নেব’ Logo আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল নেপালে

শিক্ষার্থী ও সাধারণ জনতার বিক্ষোভে উত্তাল নেপাল। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

সোমবার এক বিবৃতিতে আরএসপির সাধারণ সম্পাদক কবীন্দ্র বুরলাকোতি বলেন, “এই বিক্ষোভ প্রমাণ করেছে যে নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) জোট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। জনগণের আস্থা তারা আগেই হারিয়েছে। তাই প্রধানমন্ত্রী অলির অবিলম্বে পদত্যাগ করে আগাম নির্বাচনের পথ সুগম করা জরুরি।”

“সেই সঙ্গে আমাদের দাবি, এই বিক্ষোভে যত খুনের ঘটনা ঘটেছে এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পর যেসব দুর্নীতি হয়েছে— সেসবের তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করুক বিচার বিভাগ। আমরা শিক্ষার্থী-জনতাদের গুলি করে হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”

গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশে সক্রিয় সামাজিক যোগাযোগামাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচন ঘিরে টিএসসিতে বাড়ছে উত্তেজনা

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল নেপালে

আপডেট সময় ১১:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থী ও সাধারণ জনতার বিক্ষোভে উত্তাল নেপাল। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

সোমবার এক বিবৃতিতে আরএসপির সাধারণ সম্পাদক কবীন্দ্র বুরলাকোতি বলেন, “এই বিক্ষোভ প্রমাণ করেছে যে নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) জোট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। জনগণের আস্থা তারা আগেই হারিয়েছে। তাই প্রধানমন্ত্রী অলির অবিলম্বে পদত্যাগ করে আগাম নির্বাচনের পথ সুগম করা জরুরি।”

“সেই সঙ্গে আমাদের দাবি, এই বিক্ষোভে যত খুনের ঘটনা ঘটেছে এবং এই সরকার ক্ষমতা গ্রহণের পর যেসব দুর্নীতি হয়েছে— সেসবের তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করুক বিচার বিভাগ। আমরা শিক্ষার্থী-জনতাদের গুলি করে হত্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”

গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশে সক্রিয় সামাজিক যোগাযোগামাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা।