স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, সফলতা প্রচার করা হয় না। আমরা এখনো দুর্নীতি ও মাদক কমাতে পারিনি।
রোববার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক পুলিশের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাজনৈতিক দল থেকে পুলিশকে দূরে থাকতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ বদলি করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধৈর্য্যর সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সব বিষয় মোকাবিলা করতে হবে। আমরা কাজ কর্মে যত স্বচ্ছ থাকবো সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারব।
তিনি বলেন, আশা করবো নির্বাচন শান্তি ও উৎসব মুখর হবে। ২৪, ১৮ সালসহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা প্রত্যোক থানায় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে জানিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।
ঢাকাভয়েস/২৪জেএ