লক্ষ্মীপুরে আনন্দ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গেছে। পুলিশসহ স্থানীয়রা ৩ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালে একজন নিহত হয়েছে বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ উদ্ধার কাজ করতে দেখা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে , আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজন মারা গেছে। বাকি আরও ২ জনের আবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করেছি।