ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা Logo ‘রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনায় আ. লীগের দুই কর্মী সহ ৭ জন গ্রেপ্তার’ Logo জাকসুতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা Logo ডাকসু: বিপিএর জরিপে আবিদ ৪৬ শতাংশ ভোট, সাদিক ৯ শতাংশ ভোট Logo সম্মিলিত শিক্ষার্থী জোটের ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা Logo আদালতের সামনে মাহমুদুর রহমানের মাথা ফাটিয়েছে, তখন গণমাধ্যম মব বলেনি Logo শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা: সাদিক কায়েম Logo সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না

নোয়াখালীতে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। এ দম্পতি ৬ ছেলে ও ৩ মেয়ের রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান।

এরপর স্বামীর মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন স্ত্রী বিবি মরিয়ম। ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে আসলে অটোরিকশায় স্ট্রোক করে স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। পুনরায় তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের উভয়কে দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

নোয়াখালীতে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। এ দম্পতি ৬ ছেলে ও ৩ মেয়ের রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান।

এরপর স্বামীর মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন স্ত্রী বিবি মরিয়ম। ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে আসলে অটোরিকশায় স্ট্রোক করে স্ত্রী মরিয়ম রাস্তায় পড়ে যান। পুনরায় তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের উভয়কে দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।