ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডাকসু নির্বাচনে ভিপি পদে কে এগিয়ে বেরিয়ে এলো Logo দেশে ৫ বিভাগে বৃষ্টির আভাস,কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা Logo আর কাউকে হাসিনার মতো একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না: সারজিস Logo সূর্যসেন হল থেকে নির্বাচিত হয়ে বিজয় একাত্তর হলের জন্য কাজ করতে চায় ছাত্রদল Logo সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও স্মরণসভা Logo ইসলামি দলগুলো কখনো ভিন্ন ধর্মীদের নির্যাতন করে না-তাহের Logo ইসরায়েলি র্ববতায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬৯ জন ফিলিস্তিনি Logo মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ Logo সুন্দরগঞ্জের টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo আবারও শিবিরের ফরহাদের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ

গাজীপুর কাঁচাবাজারে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 40

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে শতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, আগুন লেগে মুদি-মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী কিতাব আলী বলেছেন, রাতে দোকান বন্ধ করার সময় ৫০ হাজার টাকা খুচরা রেখে যাই। সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের কাছে গিয়ে কোনো কিছুই বের করতে পারি নাই। চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচাবাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি আরও বলেছেন, শুরুতে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭টা ২০মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে।

মোহাম্মদ মামুন বলেছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে ভিপি পদে কে এগিয়ে বেরিয়ে এলো

গাজীপুর কাঁচাবাজারে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

আপডেট সময় ১০:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে শতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, আগুন লেগে মুদি-মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী কিতাব আলী বলেছেন, রাতে দোকান বন্ধ করার সময় ৫০ হাজার টাকা খুচরা রেখে যাই। সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের কাছে গিয়ে কোনো কিছুই বের করতে পারি নাই। চোখের সামনে লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচাবাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি আরও বলেছেন, শুরুতে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭টা ২০মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে।

মোহাম্মদ মামুন বলেছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।