ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিএনপির দু-গ্রুপের উত্তেজনা:১৪৪ ধারা জারি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আগামীকাল ৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির মধ্যে দুই গ্রুপের উত্তেজনা বিরাজ করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় কোনো সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, অস্ত্র বহন ও পাঁচজনের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা থাকায় দণ্ডবিধির ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এ সময়ে কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চবিতে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৮

সুন্দরগঞ্জে বিএনপির দু-গ্রুপের উত্তেজনা:১৪৪ ধারা জারি

আপডেট সময় ১০:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আগামীকাল ৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির মধ্যে দুই গ্রুপের উত্তেজনা বিরাজ করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় কোনো সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, অস্ত্র বহন ও পাঁচজনের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলার অবনতির সম্ভাবনা থাকায় দণ্ডবিধির ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এ সময়ে কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।