ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি Logo জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত Logo কর্ণফুলীতে বিষপানের ১৭ দিন পর গৃহবধূর মৃত্যু Logo মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে এক নতুন শহর: প্রধান উপদেষ্টা Logo জবিতে প্রথমবারের মতে মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়’শ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল Logo ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে Logo টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি Logo জোটে থেকে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ Logo এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রলীগ নেতা জুলিয়াসের রিট

লিটনের কাছে অনেক শেখার আছে : নেদারল্যান্ডস কোচ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের একপ্রকার উড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটস দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক।

তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিং–ও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’

ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টস হারকে অবশ্য ম্যাচ হারের কারণ মানতে নারাজ কুক, ‘আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।’

ম্যাচ শেষে দলটির অধিনায়ক স্কট এডওয়ারডস বলেছেন, ‘অবশ্যই (সিরিজে আমাদের) আদর্শ শুরু হয়নি। আমি মনে করি ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো ব্যাট করেছে। তবে মাঝখানে আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলার আর ব্যাটারদের–তিন বিভাগেই ওরা আমাদের পরাস্ত করেছে।’

পরে ব্যাটিংয়ে বড় জুটি গড়তে না পারার আক্ষেপও ঝরেছে ডাচ দলনেতার কণ্ঠে, ‘যেমনটা বললাম, কৃতিত্ব বাংলাদেশেরই। ওরা আমাদের চাপে রেখেছে। যখনই আমরা কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে। তাই আমরা আসলে কখনোই পুরোপুরি ছন্দে উঠতে পারিনি। আর ১৩০ রান কখনোই এখানে যথেষ্ট ছিল না।

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি

লিটনের কাছে অনেক শেখার আছে : নেদারল্যান্ডস কোচ

আপডেট সময় ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের একপ্রকার উড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটস দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক।

তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা যখনই ভুল করেছে, তখনই তারা সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই তাদের শটের এক্সিকিউশন ছিল দুর্দান্ত। শুধু তাই নয়, আমি মনে করি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে তাদের শট মেকিং–ও খুব ভালো ছিল, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে লিটনের মতো একজনের কাছ থেকে, যে অসাধারণ একটি ইনিংস খেলেছে।’

ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। টস হারকে অবশ্য ম্যাচ হারের কারণ মানতে নারাজ কুক, ‘আমি মনে করি টস একটি ফ্যাক্টর, কিন্তু এমন নয় যে টস জেতা দলই ম্যাচ জিতবে। আমার মনে হয়, প্রথমে ব্যাট করেও জেতার উপায় আছে, তবে আপনাকে বোর্ডে একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে।’

ম্যাচ শেষে দলটির অধিনায়ক স্কট এডওয়ারডস বলেছেন, ‘অবশ্যই (সিরিজে আমাদের) আদর্শ শুরু হয়নি। আমি মনে করি ম্যাক্স ও’ডাউড শুরুতে ভালো ব্যাট করেছে। তবে মাঝখানে আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। কিন্তু হ্যাঁ, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলার আর ব্যাটারদের–তিন বিভাগেই ওরা আমাদের পরাস্ত করেছে।’

পরে ব্যাটিংয়ে বড় জুটি গড়তে না পারার আক্ষেপও ঝরেছে ডাচ দলনেতার কণ্ঠে, ‘যেমনটা বললাম, কৃতিত্ব বাংলাদেশেরই। ওরা আমাদের চাপে রেখেছে। যখনই আমরা কোনো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে। তাই আমরা আসলে কখনোই পুরোপুরি ছন্দে উঠতে পারিনি। আর ১৩০ রান কখনোই এখানে যথেষ্ট ছিল না।