ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ Logo চবিতে সংঘর্ষ নিয়ে প্রায় ৪ ঘণ্টার বৈঠকে যে সিদ্ধান্ত নিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন Logo টেকনাফে ৫ লক্ষ টাকার ইয়াবা ও দেশিয় অস্ত্র সহ ১আটক Logo মুন্সিগঞ্জে সেপ্টিকট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু   Logo ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি বিএনপি’ নেতা-কর্মীদের, নিরাপত্তাহীনতায় সিআইপি ব্যবসায়ী পরিবার Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মুন্সিগঞ্জে সেপ্টিকট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু   Logo আমরা দুইটা ভুল করেছি, একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে : ফাতিমা তাসনীম Logo জামায়াতের অমুসলিম শাখায় যোগ দিলেন ১১ হিন্দু ধর্মাবলম্বী Logo আমি যে ছাত্রীসংস্থা নই, এটা প্রমাণে কি ঘন ঘন হিজাব ছাড়া ছবি আপলোড দিতে হবে?

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫: উদ্বোধনী ম্যাচে জয় পেল মুন্সিগঞ্জ

দেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে ভাগ করে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫” এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। উদ্বোধনীতে সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতার লোগো উন্মোচনসহ নানা আয়োজন ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের।

উদ্বোধনী খেলায় স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা দল ২-১ গোলে মাদারীপুরকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে জয় দিয়ে। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ। উৎসবমুখর পরিবেশে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫–এ দেশের সব জেলার মোট ৬৪টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ড হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে। এরপর নকআউট পর্বের মাধ্যমে চূড়ান্ত ১৬ দল নির্ধারিত হবে। সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

টুর্নামেন্ট বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা সরকারি সহায়তা এবং বাকি ৮ কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করছে। আয়োজকদের প্রত্যাশা, এ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জেলা পর্যায়ে ফুটবলের নতুন জাগরণ তৈরি হবে এবং জাতীয় দলে খেলার মতো নতুন প্রতিভা উঠে আসবে।

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫: উদ্বোধনী ম্যাচে জয় পেল মুন্সিগঞ্জ

আপডেট সময় ১১:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে ভাগ করে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫” এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। উদ্বোধনীতে সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতার লোগো উন্মোচনসহ নানা আয়োজন ছিল দর্শকদের জন্য বাড়তি আনন্দের।

উদ্বোধনী খেলায় স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা দল ২-১ গোলে মাদারীপুরকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে জয় দিয়ে। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ। উৎসবমুখর পরিবেশে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫–এ দেশের সব জেলার মোট ৬৪টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ড হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে। এরপর নকআউট পর্বের মাধ্যমে চূড়ান্ত ১৬ দল নির্ধারিত হবে। সর্বশেষ ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

টুর্নামেন্ট বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা সরকারি সহায়তা এবং বাকি ৮ কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করছে। আয়োজকদের প্রত্যাশা, এ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জেলা পর্যায়ে ফুটবলের নতুন জাগরণ তৈরি হবে এবং জাতীয় দলে খেলার মতো নতুন প্রতিভা উঠে আসবে।