ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা দুই কর্মীর স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন আবার ছাত্রদলের ওপর হামলায়ও জড়িত ছিলেন।
তদন্ত ও প্রকাশিত প্যানেলের তথ্য ঘেঁটে দেখা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী মো. মমিনুল ইসলাম বিধান সাবেক ছাত্রলীগ কর্মী। ২০২২ সালে ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কমিটিতে তিনি স্কুলশিক্ষার্থী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একই বছর মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর হামলায়ও তিনি জড়িত ছিলেন। হামলার সময় পাল্টা আক্রমণে মারধরের শিকার হয়ে আহতও হয়েছিলেন তিনি।
অন্যদিকে একই প্যানেলের সদস্যপদপ্রার্থী হাসিবুর রহমানকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা ও জিএস পদ প্রার্থী আল সাদী ভূঁইয়্যার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।