ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা Logo অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন Logo ‘সকল সরকারই গাদ্দারি করেছে, মানুষ জামায়াতে ইসলামীর দিকেই তাকিয়ে আছে’ Logo এত দুর্বল সরকার আগে দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের Logo রোজার আগেই নির্বাচন, ঘোষণা করা হলো রোডম্যাপ

প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া, দুই বন্ধুর মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই সহোদর ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবক ও সংশ্লিষ্ট দুই গৃহবধূকেও আটক করে আদালতে প্রেরণ করে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। আগের দিন সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আটককৃতরা হলেন- উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০) এবং চরিতাবাড়ি বিবিসি মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী দুই ভাই ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন ও আরফিনা শ্বশুরবাড়ির বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সুযোগে তাদের সাথে গ্রামের দুই যুবকের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ঘটনার রাতে দুই যুবককে তারা ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। পরে সন্দেহ হলে প্রতিবেশীরা গিয়ে খোঁজ নিয়ে মারুফকে বাক্সের ভেতর ও আলমগীরকে ওয়্যারড্রবের ভেতর লুকানো অবস্থায় বের করেন।

প্রতিবেশী জাহেদুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে দেখি দুই বিদেশির বউ উঠোনে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দুই যুবককে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। আমরা সন্দেহ করে কয়েকজন মিলে ঢুকে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় দুজনকে বের করি।’

আরেক প্রতিবেশী ভিক্ষু সেখ জানান, ‘জানালার ফাঁক দিয়ে আমি দেখেছি, তারা ঘরে ঢুকেছে। পরে ভেতরে শব্দ শুনে আমরা নিশ্চিত হই। প্রথমে অস্বীকার করলেও খোঁজ করে লুকিয়ে থাকা দুজনকে পাই।’

ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখে। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানো হয়। এসময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

রামজীবন ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল সরকার বলেন, ‘দুই ভাইয়ের স্ত্রীদের সাথে ওই দুই যুবকের সম্পর্কের কথা অনেকেই জানতো। মীমাংসার চেষ্টা হলেও ফল আসেনি। শেষ পর্যন্ত পুলিশ এসে চারজনকেই থানায় নিয়ে যায়।’

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। আমরা গিয়ে থানায় নিয়ে আসি। তারা যে অপরাধ করেছে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী

প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া, দুই বন্ধুর মাথা ন্যাড়া করে পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই সহোদর ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবক ও সংশ্লিষ্ট দুই গৃহবধূকেও আটক করে আদালতে প্রেরণ করে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। আগের দিন সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আটককৃতরা হলেন- উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০) এবং চরিতাবাড়ি বিবিসি মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদিপ্রবাসী দুই ভাই ওয়াহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন ও আরফিনা শ্বশুরবাড়ির বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সুযোগে তাদের সাথে গ্রামের দুই যুবকের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ঘটনার রাতে দুই যুবককে তারা ঘরে ঢুকিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। পরে সন্দেহ হলে প্রতিবেশীরা গিয়ে খোঁজ নিয়ে মারুফকে বাক্সের ভেতর ও আলমগীরকে ওয়্যারড্রবের ভেতর লুকানো অবস্থায় বের করেন।

প্রতিবেশী জাহেদুল ইসলাম বলেন, ‘রাত ১১টার দিকে দেখি দুই বিদেশির বউ উঠোনে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দুই যুবককে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। আমরা সন্দেহ করে কয়েকজন মিলে ঢুকে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় দুজনকে বের করি।’

আরেক প্রতিবেশী ভিক্ষু সেখ জানান, ‘জানালার ফাঁক দিয়ে আমি দেখেছি, তারা ঘরে ঢুকেছে। পরে ভেতরে শব্দ শুনে আমরা নিশ্চিত হই। প্রথমে অস্বীকার করলেও খোঁজ করে লুকিয়ে থাকা দুজনকে পাই।’

ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী চারজনকেই রশি দিয়ে বেঁধে রাখে। পরে তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানো হয়। এসময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

রামজীবন ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল সরকার বলেন, ‘দুই ভাইয়ের স্ত্রীদের সাথে ওই দুই যুবকের সম্পর্কের কথা অনেকেই জানতো। মীমাংসার চেষ্টা হলেও ফল আসেনি। শেষ পর্যন্ত পুলিশ এসে চারজনকেই থানায় নিয়ে যায়।’

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। আমরা গিয়ে থানায় নিয়ে আসি। তারা যে অপরাধ করেছে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’