ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা Logo অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন Logo ‘সকল সরকারই গাদ্দারি করেছে, মানুষ জামায়াতে ইসলামীর দিকেই তাকিয়ে আছে’ Logo এত দুর্বল সরকার আগে দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের Logo রোজার আগেই নির্বাচন, ঘোষণা করা হলো রোডম্যাপ Logo পাবনার পুলিশ প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষুদ্ধ ছাত্রজনতার মানববন্ধন

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’-যুবদল সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 49

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে।

দেশে ফিরে দেশের জাতীয় গণমাধ্যম এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে। তাই সংগঠনটির নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এছাড়া জেলাভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং নেতারা যেন অসাংগঠনিক কোনো কাজে না জড়ান, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেছেন তারেক রহমান।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট।

তিনি আরও বলেছেন, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে অভিযোগের মাত্রা খুবই কম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। আমি মনে করি ভবিষ্যতে কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল? এ প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশীশক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না।

সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি।

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’-যুবদল সভাপতি

আপডেট সময় ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে।

দেশে ফিরে দেশের জাতীয় গণমাধ্যম এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে। তাই সংগঠনটির নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এছাড়া জেলাভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং নেতারা যেন অসাংগঠনিক কোনো কাজে না জড়ান, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেছেন তারেক রহমান।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট।

তিনি আরও বলেছেন, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে অভিযোগের মাত্রা খুবই কম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। আমি মনে করি ভবিষ্যতে কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল? এ প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশীশক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না।

সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি।