সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান বন্ধের দাবিতে প্রতীকী অনশন করেছেন কলেজের শিক্ষার্থী ইমরান মোল্লা। অনশনে বসার পর আরও কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ বরকত মিলনায়তনের সামনে এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।
এসময় অনশনস্থলে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল “স্লোগানমুক্ত ক্যাম্পাস চাই”, “দেশ তোমাদের, ভবিষ্যৎ তোমাদের, সংগ্রামের ভারও তোমাদের নিতে হবে” (মাওলানা ভাসানী), “ইনক্লুসিভ রাজনীতি হলো সেই রাজনীতি যা নির্দিষ্ট পরিচয় অতিক্রম করে দেশের প্রতিটি জনগোষ্ঠীর মর্যাদা ও অংশীদারিত্ব নিশ্চিত করে” (জিয়াউর রহমান), এবং “ছাত্ররাজনীতি হবে সাম্প্রদায়িক বিভেদহীন, সবার জন্য উন্মুক্ত” (হোসেন শহীদ সোহরাওয়ার্দী)।
অনশনকারী শিক্ষার্থী ইমরান মোল্লা বলেন,
আমরা সবাই জানি, ৫ আগস্ট ছিল এক দীর্ঘ প্রতীক্ষার ফল। অতীতে ক্যাম্পাস রাজনীতিতে শোডাউন ও স্লোগানের দৌরাত্ম্য ছিল। কিন্তু এখন আমরা চাই, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নতুন ধারার রাজনীতি গড়ে উঠুক। প্রতিটি সংগঠন যেন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করে। সেটা হতে পারে পাঠচক্র বা শিক্ষাঙ্গন উন্নয়নের মতো কার্যক্রম। যদি কোনো সংগঠন পূর্বের মতো, বিশেষ করে ছাত্রলীগের ধাঁচে, ক্যাম্পাসে কার্যক্রম চালায় তবে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। এরই মধ্যে সাধারণ শিক্ষার্থীরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে।
অনশনকারীকে সমর্থন জানিয়ে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিয়াব বলেন,৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করি। অতীতে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের কারণে ক্যাম্পাস ব্যানার, ফেস্টুন আর শোডাউনে ভরে থাকত। আমরা এমন অপসংস্কৃতি চাই না। তাই সকল রাজনৈতিক দল ও সহশিক্ষামূলক সংগঠনের প্রতি আহ্বান জানাই, সবাই মিলে যেন একটি সুস্থ, সুন্দর ও শিক্ষামূলক পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসেন।
অনশনকারীকে সমর্থন জানিয়ে বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নাহিদ বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে যেই প্রত্যাশা ছিলো তার শতভাগ পুরন হয়নি।
ক্লাস, পরিক্ষা চলাকালীন বা তার বাইরে ওমুক দল জিন্দাবাদ, তমুক ভাই জিন্দাবাদ এইসব স্লোগান দিয়ে, শোডাউন দিয়ে আসলে শিক্ষার্থীদের কোনো উপকার হয়না। বরং এইসব কর্মকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি থেকে অধিকাংশ শিক্ষার্থী মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের প্রত্যাশা স্লোগানের রাজনীতি বন্ধ হোক। ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের জন্য। কোনো স্লোগান দিয়ে দলকে খুশি করা বা নেতাকে খুশি করার জন্য না।
সংবাদ শিরোনাম ::
তিতুমীর কলেজে রাজনৈতিক স্লোগান বন্ধের দাবিতে প্রতীকী অনশন
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- 377
জনপ্রিয় সংবাদ