ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী ও বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন।

সকাল ১১টা ৩০ মিনিটে হাজারের অধিক শিক্ষার্থী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে জেলা প্রশাসকের বরাবর চলমান ৩(তিন) দফা দাবি বাস্তবায়ন এবং অভিযুক্ত ডিপ্লোমা শিক্ষার্থীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা নেসকো রাজশাহী অফিসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

যন্ত্রকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বলেন,“দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনে এবং ৫আগস্ট পরবর্তী স্বাধীন বাংলায় সাইবার বুলিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিরসনে আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি।দেশকে রক্ষার এই আন্দোলন সফল না করে আমরা ঘরে ফিরবো না।”

পুরকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি বলেন,“আমাদের আন্দোলনের অগ্রনায়ক লিপু ভাই রিট করে হত্যার হুমকি পেয়েছে।আমাদের বুয়েট এর বড় ভাই রোকন ভাইকে অফিসে এসে হেনস্তা করে হত্যার হুমকি দিয়েছে ডিপ্লোমা সন্ত্রাসীরা।দেশের শীর্ষ মেধাবীদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে ইন্টেরিম সরকারের অবহেলা আমাদের হতাশ করেছে।আমাদের সামনে বিজয় ছাড়া কোনো পথ খোলা নেই এবং সেইটি অর্জনে প্রয়োজনে আমরা যমুনা পর্যন্ত যাবো।”

ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিচার দাবিতে অনড় থাকলেও তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা না নেয়া হলে “যমুনা ঘেরাও”-এর মতো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে চলমান আন্দোলন সত্ত্বেও ইন্টেরিম সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকৌশলী রোকন হত্যার হুমকির প্রতিবাদে রুয়েটিয়ানদের স্মারকলিপি প্রদান ও আল্টিমেটাম

আপডেট সময় ০৯:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী ও বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন।

সকাল ১১টা ৩০ মিনিটে হাজারের অধিক শিক্ষার্থী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে জেলা প্রশাসকের বরাবর চলমান ৩(তিন) দফা দাবি বাস্তবায়ন এবং অভিযুক্ত ডিপ্লোমা শিক্ষার্থীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা নেসকো রাজশাহী অফিসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

যন্ত্রকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বলেন,“দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনে এবং ৫আগস্ট পরবর্তী স্বাধীন বাংলায় সাইবার বুলিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিরসনে আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি।দেশকে রক্ষার এই আন্দোলন সফল না করে আমরা ঘরে ফিরবো না।”

পুরকৌশল ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকি বলেন,“আমাদের আন্দোলনের অগ্রনায়ক লিপু ভাই রিট করে হত্যার হুমকি পেয়েছে।আমাদের বুয়েট এর বড় ভাই রোকন ভাইকে অফিসে এসে হেনস্তা করে হত্যার হুমকি দিয়েছে ডিপ্লোমা সন্ত্রাসীরা।দেশের শীর্ষ মেধাবীদের অধিকার এবং নিরাপত্তা নিয়ে ইন্টেরিম সরকারের অবহেলা আমাদের হতাশ করেছে।আমাদের সামনে বিজয় ছাড়া কোনো পথ খোলা নেই এবং সেইটি অর্জনে প্রয়োজনে আমরা যমুনা পর্যন্ত যাবো।”

ঘেরাও চলাকালে নেসকোর জেনারেল ম্যানেজার হারুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিচার দাবিতে অনড় থাকলেও তিনি তদন্তসাপেক্ষে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা না নেয়া হলে “যমুনা ঘেরাও”-এর মতো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএসসি-ডিপ্লোমা ইস্যুতে চলমান আন্দোলন সত্ত্বেও ইন্টেরিম সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।