কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) ৪০ দেশের প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।সকালে তারা দুই দলে ভাগ হয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের দুঃখ ও দুর্দশার কথা শোনেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, “বিদেশি প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।’’
রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া ৪০ দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন।
বিদেশি প্রতিনিধিরা প্রথমে উখিয়ার ক্যাম্প-৪-এ অবস্থিত জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে যান। যেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় দেশি-বিদেশি প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলেন। দুপুরের পর ক্যাম্প এলাকা ত্যাগ করেন তারা।