বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে গতকাল বিকেলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। গতকাল বিকেলে ভারতীয় প্রতিনিধিদলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা ও স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
জানা গেছে, সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে উভয় দেশের সীমান্তরক্ষী ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন।
এর আগে গত ১০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন বছরে অনুষ্ঠিত এই সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এবারের সম্মেলনে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিককালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।