ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান Logo শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি Logo বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ Logo ডাকসু নির্বাচনে মোতায়েন করা হবে সেনাবাহিনী Logo জুলাই গণহত্যা:আজ শেখ হাসিনার বিরুদ্ধে ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ Logo তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে Logo কমেতে শুরু করেছে কাঁচামরিচের দাম Logo হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’বলে ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে যা শেয়ার করলেন রুমিন ফারহানা Logo গাজায় ইসরায়েলি হামলা চলছেই একদিনে নিহত আরও ৮৬ ফিলিস্তিনি Logo জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হবে ১ সেপ্টেম্বর

নিয়ম ভঙ্গ উমামার: ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে রোকেয়া হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করার অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম বরাবর দেওয়া আবেদনপত্রে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন মানসিক ও শারীরিকভাবে চাপে থাকায় রাতে রোকেয়া হলে বান্ধবীর কক্ষে অবস্থান করছিলেন। সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান উমামা।

আবেদনপত্রে উমামা লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করার নিয়ম নেই। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় রোকেয়া হলে বান্ধবীর সঙ্গে থাকার উদ্দেশ্যে রাত ১০টার আগে হলে প্রবেশ করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে, আমি রাত দেড়টায় হলে প্রবেশ করি, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। তখন আমি রুম থেকে বের হয়ে আবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। আবাসিক হলে নিয়ম ভেঙ্গে থাকার জন্য আমি ক্ষমা চাচ্ছি।”

তিনি আরো লেখেন, “কোনো প্রকার নির্বাচনি প্রচারের জন্য আমি হলে আসিনি। রাত সাড়ে ৩টার দিকে বান্ধবীদের ডাকাডাকিতে উঠে দেখি আমার হলে থাকাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তখন আমার ফোনে অনবরত কল আসছিল। এজন্য আমি হল প্রাধ্যক্ষকে কল করে দেখা করি এবং নিয়ম ভঙ্গের দায় স্বীকার করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো আবাসিক ছাত্রী নিজের হল ছাড়া অন্য কোনো হলে প্রবেশ করতে পারেন না; এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও। এছাড়া রাত ১০টার পর কোনো ছাত্রী নিজের হলেও প্রবেশ করতে পারেন না। বিশেষ পরিস্থিতিতে অনুমতি সাপেক্ষে লেটগেটসহ রাত ১২টার মধ্যে হলে প্রবেশের সুযোগ রয়েছে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ বরাবর দেওয়া আবেদনপত্রে উমামা লেখেন, “ছাত্রীদের এক হল থেকে আরেক হলে যাতায়াত সহজতর করণের জন্য হল/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে এক হলের মেয়েদের অন্য হলে প্রবেশের অনুমতি দানের অনুরোধ রইল।”

জনপ্রিয় সংবাদ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান

নিয়ম ভঙ্গ উমামার: ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি

আপডেট সময় ০৮:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে রোকেয়া হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করার অভিযোগ উঠেছে।

এরই পরিপ্রেক্ষিতে রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম বরাবর দেওয়া আবেদনপত্রে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন মানসিক ও শারীরিকভাবে চাপে থাকায় রাতে রোকেয়া হলে বান্ধবীর কক্ষে অবস্থান করছিলেন। সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান উমামা।

আবেদনপত্রে উমামা লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক হলের ছাত্রী অন্য হলে অবস্থান করার নিয়ম নেই। দীর্ঘদিন মানসিক ও শারীরিক চাপে থাকায় রোকেয়া হলে বান্ধবীর সঙ্গে থাকার উদ্দেশ্যে রাত ১০টার আগে হলে প্রবেশ করি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে, আমি রাত দেড়টায় হলে প্রবেশ করি, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। তখন আমি রুম থেকে বের হয়ে আবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। আবাসিক হলে নিয়ম ভেঙ্গে থাকার জন্য আমি ক্ষমা চাচ্ছি।”

তিনি আরো লেখেন, “কোনো প্রকার নির্বাচনি প্রচারের জন্য আমি হলে আসিনি। রাত সাড়ে ৩টার দিকে বান্ধবীদের ডাকাডাকিতে উঠে দেখি আমার হলে থাকাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তখন আমার ফোনে অনবরত কল আসছিল। এজন্য আমি হল প্রাধ্যক্ষকে কল করে দেখা করি এবং নিয়ম ভঙ্গের দায় স্বীকার করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো আবাসিক ছাত্রী নিজের হল ছাড়া অন্য কোনো হলে প্রবেশ করতে পারেন না; এমনকি বৈধ পরিচয়পত্র থাকলেও। এছাড়া রাত ১০টার পর কোনো ছাত্রী নিজের হলেও প্রবেশ করতে পারেন না। বিশেষ পরিস্থিতিতে অনুমতি সাপেক্ষে লেটগেটসহ রাত ১২টার মধ্যে হলে প্রবেশের সুযোগ রয়েছে।

এ বিষয়ে প্রাধ্যক্ষ বরাবর দেওয়া আবেদনপত্রে উমামা লেখেন, “ছাত্রীদের এক হল থেকে আরেক হলে যাতায়াত সহজতর করণের জন্য হল/বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে এক হলের মেয়েদের অন্য হলে প্রবেশের অনুমতি দানের অনুরোধ রইল।”