ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে : মঈন খান Logo রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ Logo ‘আন্দোলনের সময় জিম্মি করা ছাত্রদের নগ্ন ভিডিও রেখে দিতেন তৌহিদ আফ্রিদি’ Logo সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন স্থগিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে Logo সম্পূরক বৃত্তি ও জকসু বাস্তবায়ন জবি শিবিরের সুনির্দিষ্ট ৫ দাবি Logo কুমিল্লায় মহাসড়ক দখলমুক্ত করতে বিশ্বরোডে উচ্ছেদ অভিযান Logo নিয়ম ভঙ্গ উমামার: ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি Logo কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে Logo হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার ভোলার চরফ্যাশনে Logo পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে রদবদল

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীবাজারে তুরাগ নদীর ওপর নতুন সেতু নির্মাণ ও খানাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় দেড় ঘণ্টা চলা এ কর্মসূচি সকাল ১১টা ২০ মিনিটে নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। তবে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি টঙ্গীবাজারের ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশ নেন। প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেন,“টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয়।”

কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার বলেন, “প্রতিদিন চলাচলের দুর্ভোগে ভুগছেন এলাকাবাসী। সরকারের দ্রুত পদক্ষেপ ছাড়া এই সমস্যা দূর করা সম্ভব নয়।”

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসেন আলি বলেন, লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ অতিদ্রুত সমাধান করতে হবে। যদি সমাধানে কতৃপক্ষ বিড়ম্বনা করে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে নামবো জনসাধারণকে নিয়ে।

এছাড়া উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সভাপতি প্রভাষক বশির উদ্দিন ও পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, “সড়কের খানাখন্দ দ্রুত সংস্কার না হলে জনগণ পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান কিরণ বলেন, “জনগণ ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিরসনে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কোঅপারেটিভ ব্যাংক, নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ কামাল উদ্দিন বলেন, “ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন প্রতিদিন ব্যাহত হচ্ছে। সড়কের সংস্কার ও নতুন সেতু নির্মাণ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়।”

সভাপতিত্ব করেন টঙ্গীবাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার।

এছাড়া ব্যবসায়ী এবং জনসাধারণ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে : মঈন খান

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গীবাজারে তুরাগ নদীর ওপর নতুন সেতু নির্মাণ ও খানাখন্দে ভরা সড়কের সংস্কারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় দেড় ঘণ্টা চলা এ কর্মসূচি সকাল ১১টা ২০ মিনিটে নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়।

অবরোধ চলাকালে টঙ্গীবাজার উড়ালসেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। তবে অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি টঙ্গীবাজারের ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশ নেন। প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেন,“টঙ্গীবাসীর জীবন ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন সেতু নির্মাণ ও সড়ক সংস্কার ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয়।”

কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার বলেন, “প্রতিদিন চলাচলের দুর্ভোগে ভুগছেন এলাকাবাসী। সরকারের দ্রুত পদক্ষেপ ছাড়া এই সমস্যা দূর করা সম্ভব নয়।”

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসেন আলি বলেন, লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগ অতিদ্রুত সমাধান করতে হবে। যদি সমাধানে কতৃপক্ষ বিড়ম্বনা করে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে নামবো জনসাধারণকে নিয়ে।

এছাড়া উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সভাপতি প্রভাষক বশির উদ্দিন ও পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, “সড়কের খানাখন্দ দ্রুত সংস্কার না হলে জনগণ পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান কিরণ বলেন, “জনগণ ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিরসনে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কোঅপারেটিভ ব্যাংক, নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ কামাল উদ্দিন বলেন, “ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন প্রতিদিন ব্যাহত হচ্ছে। সড়কের সংস্কার ও নতুন সেতু নির্মাণ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়।”

সভাপতিত্ব করেন টঙ্গীবাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার।

এছাড়া ব্যবসায়ী এবং জনসাধারণ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ না নিলে পুনরায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।