চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ষ্টেশন রোডস্থ পর্যটন স্থাপনা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এরপর ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে নগরের স্টেশন রোড এলাকায় অবস্থিত মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষের বলছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চারপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে পরে জানানো হবে।