ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ Logo মিরপুরে প্রিন্টিং কারখানায়ি ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬ Logo দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ Logo নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিস Logo আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা Logo বাগেরহাটে যুবদল নেতাসহ ২ মৃতদেহ উদ্ধার Logo নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করল শিবির সমর্থিত প্যানেল Logo মহিলা জামায়াত কর্মীদের ‘পেটানোর নির্দেশ’ বিএনপির নেতার

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

লা লিগায় প্রথম ম্যাচে দূর্বল পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। নবাগত রিয়াল ওভিয়েদোর মাঠে তারা দাপুটে ফুটবল উপহার দিয়ে জিতেছে ৩-০ গোলে। জোড়া গোল করে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর ম্যাচের শেষদিকে তালিকায় নাম তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

কার্লোস তার্তিয়েরে শুরুটা অবশ্য সাহসী ছিল ওভিয়েদোর। একবার থিবো কুর্তোয়ার জন্য বড় ভয় তৈরি করেছিলেন স্বাগতিকরা। কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে মাদ্রিদ দ্রুতই নিয়ন্ত্রণে চলে যায়। প্রথমার্ধে এমবাপ্পের নিখুঁত ফিনিশিংতে লিড নেয় অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় আলোনসোরর শিষ্যরা। এমবাপ্পে আবারও গোল করে ব্যবধান বাড়ান, আর শেষদিকে ভিনিসিয়ুসের গোল নিশ্চিত করে বড় জয়। আক্রমণাত্মক মানসিকতা থাকলেও ওভিয়েদো কোনোভাবেই ভাঙতে পারেনি রিয়ালের শক্তিশালী রক্ষণভাগ।

ম্যান অব দি ম্যাচ এমবাপ্পে সে হিসেবে সন্দেহ নেই। তার গতি, পজিশন সেন্স আর মারাত্মক ফিনিশিংই বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একাই দুই গোল করে জয়ের ভিত গড়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

এদিকে গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত লা লিগায় ১৩ বার ম্যাচের প্রথম গোল করেছেন এমবাপ্পে। প্রতিপক্ষের বিপক্ষে খেলায় ছন্দ তোলার ক্ষেত্রে তার দক্ষতা আরও একবার স্পষ্ট হলো।

রিয়াল মাদ্রিদের স্কোয়াড গভীরতাই তাদের আসল শক্তি। তরুণ আরদা গুলের কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুনোও দারুণ প্রভাব রেখেছেন। অন্যদিকে, ওভিয়েদোর লড়াকু মানসিকতা প্রশংসনীয় হলেও আক্রমণে ধারহীনতা স্পষ্ট ছিল। অভিজ্ঞ সালোমন রন্ডনও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ওভিয়েদো ১৯তম স্থানে, গোল ব্যবধান -৫।

পরের ম্যাচে রিয়াল ওভিয়েদো মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের, যেখানে তাদের লক্ষ্য প্রথম পয়েন্টের সন্ধান। আর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে মায়োর্কার বিপক্ষে, জয়ের ধারা ধরে রেখে শীর্ষে ওঠাই তাদের লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

আপডেট সময় ০৮:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

লা লিগায় প্রথম ম্যাচে দূর্বল পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। নবাগত রিয়াল ওভিয়েদোর মাঠে তারা দাপুটে ফুটবল উপহার দিয়ে জিতেছে ৩-০ গোলে। জোড়া গোল করে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর ম্যাচের শেষদিকে তালিকায় নাম তুলেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

কার্লোস তার্তিয়েরে শুরুটা অবশ্য সাহসী ছিল ওভিয়েদোর। একবার থিবো কুর্তোয়ার জন্য বড় ভয় তৈরি করেছিলেন স্বাগতিকরা। কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে মাদ্রিদ দ্রুতই নিয়ন্ত্রণে চলে যায়। প্রথমার্ধে এমবাপ্পের নিখুঁত ফিনিশিংতে লিড নেয় অতিথিরা।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় আলোনসোরর শিষ্যরা। এমবাপ্পে আবারও গোল করে ব্যবধান বাড়ান, আর শেষদিকে ভিনিসিয়ুসের গোল নিশ্চিত করে বড় জয়। আক্রমণাত্মক মানসিকতা থাকলেও ওভিয়েদো কোনোভাবেই ভাঙতে পারেনি রিয়ালের শক্তিশালী রক্ষণভাগ।

ম্যান অব দি ম্যাচ এমবাপ্পে সে হিসেবে সন্দেহ নেই। তার গতি, পজিশন সেন্স আর মারাত্মক ফিনিশিংই বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একাই দুই গোল করে জয়ের ভিত গড়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

এদিকে গত মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত লা লিগায় ১৩ বার ম্যাচের প্রথম গোল করেছেন এমবাপ্পে। প্রতিপক্ষের বিপক্ষে খেলায় ছন্দ তোলার ক্ষেত্রে তার দক্ষতা আরও একবার স্পষ্ট হলো।

রিয়াল মাদ্রিদের স্কোয়াড গভীরতাই তাদের আসল শক্তি। তরুণ আরদা গুলের কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুনোও দারুণ প্রভাব রেখেছেন। অন্যদিকে, ওভিয়েদোর লড়াকু মানসিকতা প্রশংসনীয় হলেও আক্রমণে ধারহীনতা স্পষ্ট ছিল। অভিজ্ঞ সালোমন রন্ডনও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া ওভিয়েদো ১৯তম স্থানে, গোল ব্যবধান -৫।

পরের ম্যাচে রিয়াল ওভিয়েদো মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের, যেখানে তাদের লক্ষ্য প্রথম পয়েন্টের সন্ধান। আর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে মায়োর্কার বিপক্ষে, জয়ের ধারা ধরে রেখে শীর্ষে ওঠাই তাদের লক্ষ্য।