বৃষ্টি উপেক্ষা করে টানা ১৬ বছর পর প্রকাশ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সভাপতি ও আনিস উজ্জ-জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে খন্ডে খন্ডে মিছিলসহ নেতা কর্মীরা সম্মেলন স্থল খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। সকাল থেকে ভারি বৃষ্টি শুরু হয়। সভাস্থল কাদা-জলে একাকার হয়ে যায়।
বেলা ১১ টার পর অতিথি ও সমন্বিত বিএনপির নেতারা সভাস্থলে উপস্থিত হন। জাতীয় ও দলীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ড, জেলার বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ন আহবয়াক শেখ সাদি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী, এজেডজি রশিদ রেজা বাজু, মোস্তাফা শরিফ, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস উজ্জ-জামান ও নাফিজ আহম্মেদ খান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল মজিদ জানান, ১০১ সদস্যের উপজেলা কমিটির কোন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলাউদ্দিন খানকে সভাপতি ও আনিস উজ্জ-জামানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হলো। এ ছাড়া সংগঠনিক সম্পাদকের ২টি পদে মুমিনুর রহমান মুমিন ও বাহারুল আলমকে বিজয়ী ঘোষনা করেন। নব নির্বাচিত নেতারা কমিটি বাঁকী ৯৭ পদের মনোনয়ন দিয়ে জেলা কমিটি পূনাঙ্গ কমিটির ঘোষনা দেবে।
দলীয় সূত্র জানায়, মতবিরোধের কারনেই সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির নেতা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী সম্মেলন অনুষ্ঠানে যোগ দেননি। তবে অনুষ্ঠানের মাইকে সঞ্চালক ঘোষনা দেন অসুস্থ্য থাকায় জেলা বিএনপির সাবেক নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মেলনে যোগ দিতে পারেন নি।
সাবেক সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মদ রুমীর সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কর করা হয় তিনি ফোন রিসিভ করেনি।