ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নুর বলেন, হাসিনা পলাতক, ইনু-মেনন জেলে আর জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে!!!
জাতীয় পার্টির প্রতি সরকার ও গণঅভ্যুত্থানের শক্তিসমূহের জোরালো পদক্ষেপ জরুরি।
প্রসঙ্গত, ফ্যাসিস্ট হাসিনার আমলে ভোটের মাঠে আশানুরূপ সাফল্য না মিললেও ১১টি আসন নিয়ে ২০২৪ সালে টানা তৃতীয়বার জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি। দলটির প্রধান জিএম কাদের হয়েছিলেন বিরোধীদলীয় নেতা। এতে নানা সমালোচনার মধ্যে পড়েছিল দলটি।
ঢাকাভয়েস ২৪/সোভান