এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় কিশোরগঞ্জ যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাদক, চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজন ও এমদাদ পক্ষের লোকজনের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাজনের পক্ষের ইমরানুল হক হিমেল (২৮) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় এমদাদ ও তার সমর্থকদের কয়েকটি বাড়ি লুটপাটের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেন রাজনের লোকজন। আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন।
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার ও আশেপাশের এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হিমেল ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।